Site icon Jamuna Television

নির্বাচনকে বানচাল করতেই আ’লীগ নেতাকর্মীদের উপর বিএনপির হামলা: আমু

সিটি নির্বাচনকে বানচাল করতেই রাজধানীর গোপীবাগে বিএনপি সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এমন দাবি করেছেন দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু।

রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংবাদ সম্মেলনে আমির হোসেন আমু বলেন, বিএনপি সারাদেশ থেকে তাদের সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করেছে।

এসময় বিএনপিকে সন্ত্রাসী কাযক্রম পরিহার করে সুষ্ঠু ও গণতান্ত্রিক পন্থায় নিবাচনে অংশ নেয়ার আহবান জানান তিনি। হামলার ঘটনায় সুষ্টু তদন্ত করে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার দাবিও জানান আমির হোসেন আমু।

Exit mobile version