Site icon Jamuna Television

মুজিববর্ষে কৃষকদের ৫০ কোটি টাকা সুদমুক্ত ঋণ দিবে সোনালী ব্যাংক

মুজিববর্ষে কৃষকদের বিনা সুদে অন্তত ৫০ কোটি টাকা ঋণ দিবে সোনালী ব্যাংক। সারাদেশের কৃষকদের মধ্যে ভাল ঋণ গ্রহীতারা পাবেন এই সুযোগ। শিগগিরি পরিচালনা পর্ষদ এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে জানান রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

গেল অর্থবছরে স্বল্প সুদে ১২’শ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে রাষ্ট্রায়াত্ব সোনালী ব্যাংক। এবার মুজিববর্ষ উপলক্ষ্যে কৃষকদের সুদমুক্ত ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

কোন ধরনের কৃষকরা পাবেন এই সুদ মুক্ত ঋণ- তাও চুড়ান্ত করেছে ব্যাংকটি। ঋণ দেওয়া হবে গোবাদি পশুপাখি পালন, সবজী ও ফল চাষে।

আগামীতে কৃষি ঋণ বিতরণ ও আদায়ে নতুন কয়েকটি পরিকল্পনা আছে বলেও জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

Exit mobile version