Site icon Jamuna Television

নেত্রকোণায় শ্বশুর বাড়ির জঙ্গল থেকে জামাতার লাশ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা সদরের সিংহের বাংলা ইউনিয়নে শ্বশুর বাড়ির পাশের এক জঙ্গল থেকে সোমবার সকালে জামাতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি নেত্রকোণার মদন এলাকার গোবিন্দ্রশ্রী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল চৌধুরী। শ্বশুর বাড়িতে এসে খুন ওই ব্যক্তি। নেত্রকোণা সদর উপজেলার আব্দুল হাইয়ের মেয়ে মণি বেগমকে নয় বছর আগে বিয়ে করে। গত পনেরো দিন ধরে শ্বশুর বাড়িতে অবস্থান করছিল বলেও জানায় পুলিশ।

এদিকে নিহত উজ্জ্বলের স্ত্রী মণি বেগমের দাবী, তার স্বামী রোববার সন্ধ্যায় চিকিৎসকের কাছে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরে আসেনি।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, নিহত ব্যক্তি জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কেনু চৌধুরীর ছেলে উজ্জ্বল চৌধুরী। ঘটনার পর খুনের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। দ্রুত খুনের মোটিভ বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version