Site icon Jamuna Television

বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তান টি-২০ সিরিজের শেষ ম্যাচ

বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তান টি-২০ সিরিজের ৩য় ও শেষ ম্যাচ। বাংলাদেশ সময় ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও লাহোরে অঝোর ধারায় বৃষ্টি হবার কারণে এখনো ড্রেসিং রুমেই বন্দী খেলোয়াড়রা।

এরআগে, পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে ইতিমধ্যে টি-২০ সিরিজ হেরেছে বাংলাদেশ। স্বভাবতই হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন নিয়ে সোমবার শেষ ম্যাচ খেলতে নামবেন টাইগাররা।

উল্লেখ্য, প্রথম দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে ৫ ও ৯ উইকেটে হারে বাংলাদেশ। উভয় ম্যাচেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগে খারাপ করেন মাহমুদউল্লাহ বাহিনী।

Exit mobile version