Site icon Jamuna Television

মেজর পরিচয় দানকারী ভুয়া র‌্যাব কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে শিমুলতলা এলাকায় রবিবার রাতে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ও ভুয়া র‌্যাব কর্মকর্তাকে আটক করেছে র‍্যাব। আটককৃত রাকিবুজ্জামান জেলার কালকিনি উপজেলার চরঠেঙ্গামারা গ্রামের মোঃ মালেকুজ্জামানের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল টেকেরহাট বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে মেজর পরিচয় দানকারী ভূয়া র‌্যাব কর্মকর্তা মোঃ রকিবুজ্জামানকে আটক করে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার (র‌্যাবের মনোগ্রাম সম্বলিত),৩ সেট সেনাবাহিনীর কম্ব্যাট ইউনিফর্ম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার সরঞ্জামাদি, কুরিয়ার সার্ভিসে মেজর রকিবুজ্জামান নামে পাঠানো একটি পার্সেল, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

আটক রকিবুজ্জামান বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনীর মেজর এবং বর্তমান র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে প্রতারনামূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

আসামিকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version