Site icon Jamuna Television

কুষ্টিয়ায় হত্যার দায়ে যুবকের ফাঁসি

কুষ্টিয়ায় দোকান কর্মচারীকে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার শহীদ লিয়াকত হোসেন সড়কের দেলোয়ার হোসেনের পুত্র লিটন (৩২)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ জুন রাত সাড়ে ১১টায় শহরের আড়ুয়াপাড়া এলাকায় গার্মেন্টস দোকান কর্মচারী ইয়াছির আরাফাত লাল্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ইয়াছির আরাফাত লাল্টুর বাবা সামসুল আলম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিটনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের অক্টোবরে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌশুলী (পিপি) এ্যাড, অনুপ কুমার নন্দী সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version