Site icon Jamuna Television

দশ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

রাজশাহীর নগরীতে দশ বছরের শিশু কন্যা স্বপ্না ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একলক্ষ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইবুনাল-১ এর বিচারক মনসুর আলম এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৩ আগস্ট দুপুরে তৃতীয় শ্রেনির ছাত্রী স্বপ্না মাঝি গ্রামের নিজ বাড়ি থেকে একাই ফুপুর বাড়ি পাকুড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে স্বপ্নাকে তুলে নিয়ে যায় স্থানীয় সাইদুর রহমান জ্যাক ও রানা। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বখাটেরা। রাতে স্থানীয়দের দেয়া তথ্যে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরদিন স্বপ্নার বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে শাহ মখদুম থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত দু’জন এর বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। ১৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও যুক্তি-তর্ক শেষে আদালত আজ এ রায় প্রদান করে। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিল। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার।

Exit mobile version