Site icon Jamuna Television

আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দেশটির পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিরর জানায়, ৮৩জন যাত্রী নিয়ে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

কাবুল প্রদেশের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, দক্ষিণ পশ্চিম কাবুল প্রদেশের গাজনি জেলার দেহ ইয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রযুক্তিগত কারণে বিমানটি বিধ্বস্ত হয়। পরে বিমানটিতে আগুন ধরে যায়।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়, বিমানটি আরিয়ানা এয়ারলাইন্সের। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিষয়টি অস্বীকার করেছে।

Exit mobile version