Site icon Jamuna Television

তালেবান নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে তালেবান নিয়ন্ত্রিত একটি এলাকায় নিজেদের সামরিক বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র। সোমবার, কর্নেল সোনি লেগেট দেন লিখিত বিবৃতি।

হতাহতের কোন সংখ্যা প্রকাশ না করলেও জানান, গজনি প্রদেশের এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তালেবান বিমানটি বিধ্বস্ত করেছে- এই দাবি অস্বীকার করেন কর্নেল সোনি।

তিনি বলেন, শত্রুপক্ষের সম্পৃক্ততার এখনো কোন প্রমাণ মেলেনি।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিজস্ব অনলাইনে একটি ভিডিও প্রকাশ করে, তালেবান। তাদের দাবি, বোমারু বিমান ‘E-11A’ বিধ্বস্তের পেছনে ছিলো অঞ্চলটিতে সক্রিয় সংগঠনটি।

যুক্তরাষ্ট্রের বিমান বহরে বর্তমানে এই মডেলের মাত্র চারটি যুদ্ধযান রয়েছে।

Exit mobile version