Site icon Jamuna Television

১১ বছরের শিশু ধর্ষণ: নিকি মিনাজের ভাইয়ের ২৫ বছর কারাদণ্ড

মার্কিন র‍্যাপ সংগীত শিল্পী নিকি মিনাজের ছোট ভাই জিলানি মারাজকে ২৫ বছরের দণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ১১ বছরের এক মেয়েকে ধর্ষণের দায়ে তাকে এই দণ্ড দেয়া হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ২০১৫ সালে ওই মেয়েকে তার মায়ের অনুপস্থিতির সুযোগে একাধিকবার ধর্ষণ করেন। তদন্তে ভিকটিমের পাজামা থেকে জিলানির সাথে সংশ্লিষ্ট প্রমাণাদি পায় আইনশৃঙ্খলা বাহিনী।

এরপর বিচার শেষে সোমবার রায় দেন আদালত। জিলানির আইনজীবী দাবি করেন মাতাল অবস্থায় ছিলেন তার মক্কেল। এছাড়া তার আরও কিছু রোগ রয়েছে যার কারণে তিনি প্রায়ই হাইপারটেনশনে ভুগেন। এসব বিবেচনায় শাস্তি কমিয়ে ১০ বছর করার আবেদন করা হয়। তবে আদালত ২৫ বছরই দণ্ড চূড়ান্ত করেন। যদিও জিলানির আইনজীবীরা এর বিরুদ্ধে আপিল করবেন।

Exit mobile version