Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ান ওপেন, সেমিফাইনালে গেলেন সোফিয়া কেনিন

প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছেন সোফিয়া কেনিন।

নারী এককের শেষ আটের লড়াইয়ে এই মার্কিনী সরাসরি সেটে হারিয়েছেন তিউনিসিয়ার ওনস জাবেউরকে। মেলবোর্ন পার্কে প্রথম সেট নিষ্পত্তি হয় ৬-৪ গেইমে। যেখানে ভালোই প্রতিরোধ গড়েন জাবেউর।

দ্বিতীয় সেটেও সমান লড়াই এই তিউনিসিয়ানের। কিন্তু সোফিয়া কেনিনের জয়ে বাধা হতে পারেননি জাবেউর। ৬-৪ গেইমের জয়ে ম্যাচ জিতে নেন সোফিয়া কেনিন।

গ্র্যান্ডস্লাম আসরে এই প্রথম সেমিফাইনালে উঠলেন ২১ বছর বয়সী এই তারকা।

Exit mobile version