Site icon Jamuna Television

উম্মুক্তস্থানে নববর্ষ উদযাপন করা যাবে না: ডিএমপি কমিশনার

উম্মুক্তস্থানে ইংরেজি নববর্ষ উদযাপনে কোনো ধরনের আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তবে, চার দেয়ালের ভেতর অর্থাৎ ইনডোর আয়োজন করা যাবে বলে জানান তিনি।

শনিবার দুপুরে, ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আছাদুজ্জামান মিয়া বলেন, নববর্ষ উদযাপন নিয়ে সুনির্দিষ্ট কোনো ধরনের হুমকি নেই। তবে, সব ধরনের পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version