
রাজধানীর টিকাটুলিতে দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের জনসংযোগের সময় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মাঝে সংঘর্ষে আহত ওয়ারী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গতরাতে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান ভূক্তভোগী আব্দুর রহিমের মা আবেদা খাতুন।
তিনি বলেন, ডিবি পুলিশ পরিচয়ে ১০ মিনিটের কথা বলে ছেলেকে নিয়ে যায় তারা। মিন্টোরোডে পুলিশের সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলে ছেলেকে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতিও দিয়ে যান তারা।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে ভূক্তভোগী পরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরে তাকে আওয়ামী লীগ নেতার করা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply