Site icon Jamuna Television

করোনাভাইরাস প্রতিরোধে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে; বাংলাদেশ এখনও নিরাপদ, আতঙ্কিত হওবার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার সকালে আইসিডিডিআরবির আয়োজনে অ্যাসকড অনুষ্ঠানে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, বিমানবন্দর, নৌবন্দরে স্ক্যানার, করোনাভাইরাস শনাক্ত করন মেশিন স্থাপন করা হয়েছে। এসময় তিনি দেশের নাগরিকদের চীন সফরে না যাওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে দ্রুত এলাকা থেকে কাউকে বের হতে দিচ্ছে না চীনা কর্তৃপক্ষ। তবে কোনো বাংলাদেশি ফিরতে চাইলে সরকার প্রস্তুত আছে। সর্বাত্মক সহায়তা করা হবে বলেও জানান মন্ত্রী।

Exit mobile version