Site icon Jamuna Television

কক্সবাজার পৌরশহরকে ‘ব্যয়বহুল’ এলাকা ঘোষণা করলো সরকার

কক্সবাজার শহরকে ‘ব্যয়বহুল’ ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার কক্সবাজার শহরকে ব্যয়বহুল ঘোষণা করে আদেশ জারি করেছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘সরকার দেশের পর্যটন শহর কক্সবাজারের শহর/পৌর এলাকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্য ভোগ্যপণ্যের মূল্য বিবেচনায় কক্সবাজার শহর/পৌর এলাকা ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছে।’

অবস্থানভেদে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধার ভিন্নতা রয়েছে। ব্যয়বহুল ঘোষণা করায় মূলত সরকারি চাকরিজীবীদের বিশেষ বরাদ্দ বাড়বে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ব্যয়বহুল শহর ঘোষণা করায় সেখানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মেট্রোপলিটন এলাকার মতো বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্য ভাতা পাবেন।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সারা বিশ্বের পর্যটকদের আগমন ঘটে। পর্যটকদের আগমনে সেখানে জীবনযাত্রার ব্যয়ও দিন দিন বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই শহরটিকে ব্যয়বহুল ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন।

Exit mobile version