Site icon Jamuna Television

পরিবেশ নির্বিঘ্ন রাখতে নির্বাচন কমিশনকে অনুরোধ তাপসের

ফাইল ছবি।

নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন রাখার ব্যাপারে লক্ষ্য রাখতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে নৌকার প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার সকালে রাজারবাগে জনসংযোগ চালানোর সময় তিনি বলেন, কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার অপকৌশল যেন সফল না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে।

এদিন প্রচারণাপত্রে পাঁচ দফা পরিকল্পনা তুলে ধরেন তাপস। যাতে গুরুত্ব দেয়া হয়- দুর্নীতি নির্মূল এবং সুশাসন প্রতিষ্ঠায় এলাকাভিত্তিক পঞ্চায়েত গড়ে তোলা, মাদকমুক্ত সমাজ গঠন এবং যানজট নিরসনের ওপর। এছাড়াও মশকনিধন, রাজধানীর আধুনিকায়ন, পরিবেশগত ও সামাজিক নিরাপত্তার ওপরও জোর দেন তিনি।

তিনি বলেন, ঐতিহ্যবাহী নগরী হিসেবে রাজধানী ঢাকার সংস্কৃতি, প্রত্নতত্ত্ব ইত্যাদি পুনরুদ্ধার ও সংরক্ষণের কথা। আগামীকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তাপস।

Exit mobile version