Site icon Jamuna Television

পিকআপ ভ্যান ও সিএনজি সংঘর্ষে ২ জন নিহত

মৌলভীবাজার–শেরপুর সড়কে বাউরভাগ এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ জন।

শেরপুর পুলিশ ফাঁড়ি ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আজ সকালে মৌলভীবাজার–শেরপুর সড়কে বাউরভাগ এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষে ঘটনাস্থলে বাউরভাগ এলাকার মুজাহিদুল ইসলাম মারা যান। এ ঘটনায় আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতাল নেয়া হলে আলামিন নামের আরেক জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহত দুই জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুই জনকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

এদিকে শেরপুর পুলিশ ফাঁড়ি দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও অটোরিক্সাকে আটক করেছে।

Exit mobile version