Site icon Jamuna Television

ইরানে আবারো দুর্ঘটনার কবলে যাত্রীবাহি বিমান

আবারও বিমান দুর্ঘটনার কবলে ইরান। এবার ১৩৫ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি যাত্রীবাহি বিমান।

এতে কোনো প্রাণহানি না হলেও আহত হন দু’জন। স্থানীয় সময় সোমবার সকালে এই ঘটনা ঘটে।

কাস্পিয়ান এয়ারলাইনসের এই ফ্লাইট তেহরান থেকে মাশাহারে যাচ্ছিল। কর্তৃপক্ষ জানায়, পাইলট বিমানটি নামাতে দেরি করায় এটি রানওয়ের বাইরে চলে যায়। ছিটকে পড়ে হাইওয়েতে। এর আগে ৯ জানুয়ারি, বাগদাদের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেসময়, অনিচ্ছাকৃতভাবে দুটি মিসাইল ইউক্রেনের একটি বিমানে আঘাত হানে; প্রাণ হারান ১৭৬ আরোহীর সবাই।

Exit mobile version