Site icon Jamuna Television

পাকিস্তানে পারফিউম কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

পাকিস্তানের লাহোরে একটি পারফিউম কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার কারখানায় একটি সিলিন্ডার বিস্ফোরণে এ আগুন লাগে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

নিহতদের মধ্যে শ্রমিকরাসহ ওই কারখানার ৪৫ বছর বয়সী মালিকও রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে কারখানাটি। আশপাশের স্থান বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। অনেকেই প্রথমে বিষয়টিকে ভূমিকম্প ভাবেন। কেউ বা জঙ্গি হামলাও মনে করেন। বিস্ফোরণে তীব্রতা এতোটাই বেশি ছিল যে কারখানার ছাদ ধসে পড়ে। তারপরেই আগুনের লেলিহান শিখা কারখানাটিকে গ্রাস করে। ওই সময় ১৫ জন শ্রমিক কারখানাটিকে কাজ করছিলেন। তাদের সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার কাজ চলছে জানিয়ে দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে নয়, মাথায় ছাদ ভেঙে পড়ায় ১১ জনের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহত দুই জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল।

Exit mobile version