Site icon Jamuna Television

ফিলিস্তিনকে পৃথক রাষ্ট্র করার আশ্বাস দিয়ে ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ

প্রথমবারের মতো ফিলিস্তিনকে পৃথক রাষ্ট্র করার আশ্বাস দিয়ে, মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করলো যুক্তরাষ্ট্র। কঠোর কিছু শর্তসাপেক্ষে পূর্ব জেরুজালেমের নির্দিষ্ট অংশকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ব্যবহার করতে দেয়ার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ইসরায়েলেরই অখণ্ড অংশ থাকছে পূর্ব জেরুজালেম।

মঙ্গলবার ১৮১ পৃষ্ঠার দীর্ঘ পরিকল্পনা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। এতে ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেয়ার কথা বলা হলেও, কোনো সেনাবাহিনী গঠন না করাসহ বেশকিছু নিরাপত্তা বিষয়ক শর্ত বেঁধে দেয়া হয়। ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভিটেমাটি হারানো ফিলিস্তিনি শরণার্থীদের ফেরার অধিকার প্রত্যাখ্যান করেন ট্রাম্প। বৈধতা দেন অবরুদ্ধ ফিলিস্তিনি এলাকাগুলোতে ইসরায়েলের বসতি স্থাপনে। পশ্চিম তীরে ইসরায়েলের দখলকৃত ভূমির ৩০ শতাংশের বিনিময়ে, ক্ষতিপূরণ হিসেবে গাজা উপত্যকার কাছে একটি মরু অঞ্চল ফিলিস্তিনকে দেয়ার কথা বলা হয় পরিকল্পনায়। জর্ডান উপত্যকাকেও স্বীকৃতি দেয়া হয় ইসরায়েলের অংশ হিসেবে। তেলআবিব এ পরিকল্পনাকে স্বাগত জানালেও, তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্ব।

Exit mobile version