Site icon Jamuna Television

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২

চীনে রহস্যজনক করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আক্রান্ত সাড়ে পাঁচ হাজারের বেশি। আরও সাত হাজার মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমণের লক্ষণ দেখা গেছে। বুধবার চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে এ তথ্য।

যে শহর থেকে ভাইরাসটির উৎপত্তি, সংক্রমণ ঠেকাতে বর্তমানে অবরুদ্ধ সেই উহান থেকে নিজ নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। কূটনীতিকসহ আড়াইশ’ মার্কিন নাগরিককে এরই মধ্যে উহান থেকে দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশে ফেরার আবেদন করা সাড়ে ৬শ’ জাপানি নাগরিকের মধ্যে কমপক্ষে দু’শ’ জনকে আজই সরিয়ে নেবে জাপান। ফেরার অপেক্ষায় ফ্রান্স, দক্ষিণ কোরিয়া আর কানাডার কয়েকশ’ নাগরিক। এদিকে, শ্রীলঙ্কায় ভাইরাসে আক্রান্ত এক চীনা নাগরিককে শনাক্ত করা হয়েছে। নাম না জানা নতুন ভাইরাসটির সম্ভাব্য প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে বিভিন্ন দেশে।

Exit mobile version