Site icon Jamuna Television

যশোরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও চার শিশু আহত

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও চার শিশু আহত হয়েছে। বুধবার সকালে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন মহিউদ্দিন হোসেন। যশোরের বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা মহিউদ্দিন সাইকেলে করে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অপরদিকে সকালে যশোরের রাজারহাটে সবজিবাহী একটি পিকআপ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে গেলে আরোহি শাহাবুল আলম নিহত হন। তিনি সবজি নিয়ে খুলনায় যাচ্ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গায় বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া বুধবার সকালে সদর উপজেলার নাটুয়াপাড়ায় একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ভ্যান উল্টে চার শিশু আহত হয়েছে। স্থানীয়রা জানান, বৃষ্টিভেজা রাস্তায় শিক্ষার্থী বহনকারী ইঞ্জিনচালিত ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ ঘটনা ঘটে। আহত মিম, মাহফুজা, নিলুফা ও অঞ্জনাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Exit mobile version