Site icon Jamuna Television

ইশরাকের ব্যক্তিগত সহকারী গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টিকাটুলিতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের সময় তার বিরুদ্ধে গুলি করার অভিযোগ রয়েছে।

২৬ জানুয়ারি দুপুরে টিকাটুলি এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ-সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর অনুসারীরা। সংঘর্ষে সাংবাদিকসহ দুই পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন। এঘটনায় রাতেই থানায় মামলা করে স্থানীয় আওয়ামী লীগ। তবে মামলা করতে চাইলেও থানা মামলা নেয়নি বলে অভিযোগ বিএনপি নেতাদের। মামলায় বিএনপির ৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৯ জনকে।

Exit mobile version