Site icon Jamuna Television

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় প্রাণ গেলো ৩৭ জনের

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সব দেশকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণহানির পর, চীনে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। ৩১ প্রদেশে সার্সধর্মী রোগে আক্রান্তের সংখ্যা সাত হাজার ৭শ’।

এছাড়াও আরও ১৬টি দেশে আক্রান্ত কমপক্ষে ৬৮ জন। এর মধ্যে জাপান, ভিয়েতনাম আর জার্মানিতে মানবদেহ থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। ভাইরাস সংক্রমণের আশঙ্কায় চীনের অবরুদ্ধ উহান শহর থেকে আড়াইশ’ মার্কিন নাগরিক ফিরেছেন যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটিতে অবতরণের পর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা ভাইরাসমুক্ত বলে ছাড়পত্র দিয়েছে প্রশাসন। ফ্রান্স, ব্রিটেন আর কানাডাও নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করেছে।

অন্যদিকে, ছোঁয়াচে ভাইরাসটির বিস্তারের আশঙ্কায় চীনে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে ব্রিটিশ এয়ারওয়েজ, আমেরিকান এয়ারলাইন্স, লুফথান্সা এয়ারলাইন্স, এয়ার কানাডাসহ বিভিন্ন বিমান সংস্থা।

Exit mobile version