Site icon Jamuna Television

ঢাকার দুই সিটিতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকার দুই সিটি নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি সদস্যরা। ভোটের আগে-পরে মোট ৪ দিন নিরাপত্তার দায়িত্ব পালন করবে তারা। এই ৬৫ প্লাটুন বিজিবির মধ্যে উত্তর সিটিতে থাকবে ২৭ প্লাটুন এবং দক্ষিণ সিটিতে থাকবে ৩৮ প্লাটুন।

এছাড়া, নিরাপত্তা নিশ্চিতে সবমিলিয়ে নির্বাচনে ৪০ হাজারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ১২৯ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪টি সাধারণ ওয়ার্ড এবং ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও দক্ষিণ সিটিতে ৭৫টি সাধারণ ওয়ার্ড ও ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র রয়েছে।

Exit mobile version