Site icon Jamuna Television

অধিনায়কের এত কম কথা বললে চলে না: পাপন

পাকিস্তান সফরে টাইগারদের পারফরম্যান্স নিতান্তই হতাশাজনক। আর সবার মতো বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও তার হতাশা চেপে রাখতে পারেননি। দলের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদেরও সমালোচনা করেছেন তিনি। বললেন, অধিনায়কের এত কম কথা বললে চলে না।

মিতভাষী হিসেবে মাহমুদউল্লাহর খ্যাতি আছে। ড্রেসিংরুম, মাঠ কিংবা সতীর্থদের ঘোরাফেরার সময়ও থাকেন নীরব। এতে তার নম্রতা ও ভদ্রতা ফুটে ওঠে। কিন্তু বোর্ড সভাপতির চোখে এটাই দুর্বলতা।

বললেন, মাহমুদউল্লাহ কথা অনেক কম বলেন। একজন অধিনায়ক এত কম কথা বললে চলে না। মাহমুদউল্লাহর অল্পভাষী স্বভাব নিয়ে আমি কিছুটা বিরক্ত। সে খুব কম কথা বলে। আমি তাকে এটি বলেছিও। বলেছি– তুমি দলের অধিনায়ক, তোমার অবশ্যই কথা বলা উচিত।

নাজমুল হাসানের মন্তব্য, একজন অধিনায়কের এত কম কথা বললে চলে না। তাদের একটু চটপটে হতে হয়। পাশাপাশি যোগাযোগপটু হতে হয়। দলের খেলোয়াড়দের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে হয়।

Exit mobile version