Site icon Jamuna Television

চাকরি না খুঁজে, দেয়ার মানসিকতা তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

চাকরি না খুঁজে চাকরি দেয়ার মানসিকতা তৈরির জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত জাতীয় যুব পুরস্কার অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, যুব সম্প্রদায়ের কর্মসংস্থানে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বর্তমান যুব প্রজন্মের প্রায় সবাই উদ্যোক্তা হিসেবে বিকশিত হয়েছেন। তাদের মধ্যে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মানসিকতা ও সক্ষমতা তৈরি হয়েছে; যা ইতিবাচক। তাদের উদাহরণ হিসেবে গ্রহণ করে বাকি যুব সমাজকে উন্নত বাংলাদেশ গড়ার ভূমিকা পালনে অগ্রসর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত যুব সংগঠকদের পুরস্কৃত করা হয়।

Exit mobile version