Site icon Jamuna Television

নির্বাচন শান্তিপূর্ণ হবে, আশা ব্রিটিশ হাইকমিশনারের

ঢাকার দুই সিটিতে শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা করছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। ইভিএম-এ ভোট হওয়ায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেই প্রত্যাশা করেন তিনি।

বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বাসায় যান রবার্ট ডিকসন। পরে যমুনা টেলিভিশনকে জানান সিটি নির্বাচন ঘিরে তার প্রত্যাশার কথা।

ডিকসন বলেন, নির্বাচন ঘিরে উৎসবমুখর অবস্থা দেখতে পাচ্ছি ঢাকায়। ইভিএমে ভোট হওয়ায় সেটি সুষ্ঠু হবে, এমনটাই প্রত্যাশা করছি। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের প্রার্থীদের সাথে সাক্ষাৎ হয়েছে। তারা ঢাকা শহরকে ঘিরে তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন।

Exit mobile version