Site icon Jamuna Television

বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে বাস হেলপার গ্রেফতার

কুমিল্লা ব্যুরো
কুমিল্লায় এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আহসান উল্লাহ ওরফে হাসান নামে এক বাস হেলপারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আহসান উল্লাহ জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত রবিউল্লাহর ছেলে। সে কুমিল্লা ট্রান্সপোর্ট নামে একটি পরিবহনের হেলপার হিসেবে কাজ করে আসছিল।

মামলার অভিযোগে জানা যায়,ভিকটিম বৃদ্ধা নগরীর শাসনগাছা এলাকায় পাবলিক টয়লেট পরিষ্কারের কাজ করতো। এ সুবাদে ওই টয়লেটের পাশে একটি ঘরে থাকতেন। গত শনিবার দিবাগত রাতে টয়লেটে যাওয়ার কথা বলে ওই বৃদ্ধার ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। এতে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই বৃদ্ধা বাদী হয়ে বুধবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেন।

কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, ‘বৃদ্ধার অভিযোগের প্রেক্ষিতে বাস হেলপার আসহান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি সে স্বীকার করেছে।

Exit mobile version