Site icon Jamuna Television

গাজীপুরে কবরস্থান থেকে ৩০ কঙ্কাল চুরি

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কবরস্থান থেকে ৩০ লাশের কঙ্কাল চুরি হয়েছে। বৃহস্পতিবার স্থানীয়রা ওই চুরির ঘটনা জানতে পারেন।

বারি’র সিকিউরিটি ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, কবর স্থানের পাশেই সীমানা প্রাচীরের নীচে ফাঁকা স্থান রয়েছে। এছাড়া ওই এলাকায় রাতে লাইটের ব্যবস্থা নাই। কবরস্থান থেকে বৃহস্পতিবার সকালে কয়েকটি হ্যান্ডগ্লভস, চাকু ও কঙ্কাল পরিষ্কার করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রাতে যেকোন সময়ে ওই চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানায় স্থানীয়রা।

গাজীপুর সদর থানার ওসি মো. আলমগীর ভূইয়া জানান, ২৪টির মত কবরের কঙ্কাল চুরির খবর পেয়েছে। এ ব্যাপারে বারি’র পক্ষ থেকে বৃহস্পতিবার সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তাদের মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version