Site icon Jamuna Television

নিরাপদে ভোট অনুষ্ঠানের জন্য আইনশৃংখলাবাহিনী প্রস্তুত: র‍্যাব

নিরাপদে ভোট অনুষ্ঠানের জন্য আইনশৃংখলাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বিকেলে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব মহাপরিচালক।

মহাপরিচালক বলেন, কেউ নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। নির্বাচনী ক্যাম্পের আশপাশে কোন অবাঞ্চিত লোকদের অবস্থান করতে দেয়া হবে না।

তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে র‍্যাবের সদস্যরা মোতায়েন থাকবে। জরুরী পরিস্থিতি মোকাবেলায় রেডি থাকবে বিশেষ টিম। প্রস্তুত থাকবে হেলিকপ্টার, ডগ-স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট।

নির্বাচন পরিবেশ বজায় রাখা ও ভোটারদের নিরাপত্তায় আজ থেকে কাজ শুরু করেছে র‍্যাব। ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি কেন্দ্র ভোট গ্রহণ করা হবে।

Exit mobile version