Site icon Jamuna Television

অসুস্থ হয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন। তাকে করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ)-তে রাখা হয়েছে।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, ওনার শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের সম্মানিত নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, লাঞ্চে সমস্যা ধরা পড়েছে, প্রেসারও কিছু বেশি। বাকি সব কিছু আপাতত স্বাভাবিক, স্ট্যাবল বলা যায়। প্রয়োজন মনে হলে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি নেয়া হবে।

এর আগে গত বছরের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়েই ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরদিনই তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

Exit mobile version