Site icon Jamuna Television

বিশেষ বিমানে উহান থেকে আসছেন ৩৬১ বাংলাদেশি; পরিবারের প্রতি দেখা না করার আহ্বান

চীনে করোনাভাইরাসে আক্রান্ত উহান শহর থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। প্রথম ধাপে ৩৬১ জনকে আনতে আজই ঢাকা থেকে বিশেষ ফ্লাইট যাচ্ছে চীনে।

আজ মধ্যরাতে ফিরতে পারে ফ্লাইটটি। এ বিষয়ে প্রস্তুতির অংশ হিসেবে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। পরে, আনুষ্ঠানিক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, যাদের ফেরত আনা হচ্ছে, তাদের কেউই করোনাভাইরাসে আক্রান্ত নয়। তবে, দেশে ফেরার পর সতর্কতা হিসেবে সবাইকেই ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে আশকোনা হজ ক্যাম্পে। এ সময়ের মধ্যে তাদের সাথে দেখা না করতে পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, মাত্র একদিনের প্রস্তুতিতেই দেশে ফেরত আনা সম্ভব হচ্ছে উহানে আটকেপড়া বাংলাদেশিদের।

Exit mobile version