Site icon Jamuna Television

ইন্টার পাশ করে দীর্ঘ ১২ বছর ডাক্তারি!

ফেনী প্রতিনিধি
দীর্ঘ ১২ বছর ‘এমবিবিএস’ সাইনবোর্ড লাগিয়ে ডাক্তারি করার পর অবশেষে র‌্যাবের হাতে ধরা খেলেন ইন্টারমেডিয়েট পাশ পলাশ চন্দ্র শিব। র‌্যাবের অভিযানে ইন্টার পাশ দাবি করলেও বাস্তবে সেটিরও কোনো কাগজ পত্র দেখাতে পারেননি।

ফেনীর পুরাতন সোনাগাজী বাস স্ট্যান্ড এলাকা থেকে পলাশ চন্দ্র শিব নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পি.এন্ড.এস. মেডিকেল হল চেম্বারে চিকিৎসা দেয়া অবস্থায় ফেনী ক্যাম্পের র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

র‌্যাবের ফেনী ক্যাম্প কমান্ডার এএসপি নুরুজ্জামান জানান, পলাশ চন্দ্র শিবের ডাক্তারি কোনো কাগজপত্র ছাড়াই দীর্ঘ ১০-১২ বছর ‘এমবিবিএস’ ভুয়া সাইনবোর্ড ব্যবহার করে ডাক্তারি করে যাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে পলাশ চন্দ্র নিজকে ইন্টারমেডিয়েট পাশ বলে দাবি করেছে। তার সাইনবোর্ডে ঝুঁলানো রেজিস্ট্রেশন নাম্বারটি অন্য একজন ডাক্তারের।

র‌্যাবের অভিযানে ছিলেন স্থানীয় ফেনী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান ও ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের। তারাও পলাশ চন্দ্র শিবকে ভুয়া ডাক্তার বলে চিহ্নিত করেছেন।

Exit mobile version