Site icon Jamuna Television

করোনাভাইরাসের প্রভাব পড়েনি ব্যবসায়: বাণিজ্যমন্ত্রী

করোনাভাইরাসে এখনো কোনো প্রভাব পড়েনি ব্যবসা-বাণিজ্যে। এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার দুপুরে রংপুরের নিজ বাসভবনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এসময় তিনি আরো জানান, করোনাভাইরাস নিয়ে সতর্ক অবস্থানে আছে সরকার। চীনে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। এসময় আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল রাখতে, তেল, ছোলা, পেঁয়াজসহ নিত্যপণ্য মজুদের ব্যবস্থা করবে সরকার। সিন্ডিকেটের চেষ্টা হলে কঠোর হাতে দমন করবে, প্রশাসন।

Exit mobile version