Site icon Jamuna Television

আনিসুল হকের কবর জিয়ারত আতিকুলের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র, প্রয়াত আনিসুল হকের কবর জিয়ারত করেছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বনানী কবরস্থানে যান আতিক। এসময় তিনি আনিসুল হকের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

এসময় আতিকের সঙ্গে ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে আতিকুল ইসলাম তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

Exit mobile version