Site icon Jamuna Television

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে: জিএম কাদের

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

দুপুরে খুলনার গোলকমনি শিশু পার্কে নেতা-কর্মীদের দলে যোগ দেয়ার অনুষ্ঠানে একথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, বিগত দিনের চেয়ে দলকে আরও সংগঠিত করতে ইতোমধ্যেই নানা উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে দলের ওপর আস্থা রেখে জাতীয় পার্টিতে যোগ দিতে যোগাযোগ করছেন অনেকেই। আগামীতে রাজনীতিতে জাতীয় পার্টি আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন জিএম কাদের।

Exit mobile version