Site icon Jamuna Television

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চীন ফেরত দুই ছাত্রকে হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চীন ফেরত দুই ছাত্রকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন নাঈম উদ্দিন ও আশিফুল মাওলা রিহান। দু’জনই সর্দিকাশিতে আক্রান্ত। বিষয়টি নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব নিরাময় ও গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। দুই একদিনের মধ্যে তাদের প্রতিবেদন চট্টগ্রামে এসে পৌঁছাবে বলে জানান চিকিৎসকরা।

বুধবার রাত ১০টার দিকে তারা সীতাকুন্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রাপিকেল ইনফেকশন এন্ড ডিজিসেস এসে নিজেরাই ভর্তি হন। এরপর তাদের আলাদাভাবে সেখানে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানান, প্রতিবেদন আসার পর প্রকৃত অবস্থা জানা যাবে।

Exit mobile version