Site icon Jamuna Television

জয়ের জরিপের উদ্দেশ্য নির্বাচন সংশ্লিষ্টদের প্রভাবিত করা: ফখরুল

ভোটাররা যেন কেন্দ্রে না যায় সেজন্য নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার গুলশানে ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়ালের বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন।

এসময় বিএনপি মহাসচিব আরো বলেন, সজীব ওয়াজেদ জয়ের জরিপের প্রধান উদ্দেশ্য নির্বাচন সংশ্লিষ্টদের প্রভাবিত করা। বিকেলে ইশরাকের বাসায় যান মির্জা ফখরুল ইসলাম। সেখানে তিনি বলেন, সরকার ভোট নিয়ন্ত্রণের অপচেষ্টা করছে।

উল্লেখ্য, আগামীকাল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

Exit mobile version