Site icon Jamuna Television

ছাত্রলীগকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী

ছাত্রলীগকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার রংপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ বছর পূর্তি উপলক্ষে জেলা ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে পড়াশোনার পাশাপাশি বর্তমান সরকারের চলমান উন্নয়ন কে এগিয়ে নিতে ছাত্রলীগকে কাজ করতে হবে। সংগঠন এবং বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জরানো যাবে না।

জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি হোসনেয়ারা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামীলীগ সভাপতি মমতাজ উদ্দিন, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

সমাবেশের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী।

Exit mobile version