Site icon Jamuna Television

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলায় কতজন আহত হয়েছে তা জানা যায়িন।

শুক্রবার সকালে এ হামলা চালানো হয়। খবর ইয়েনি শাফাক’র।

রাফাহ শহরে ইসরায়েলি বিমান থেকে পরপর ১০টি বিমান হামলা চালানো হয়েছে। তবে হামলার পরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো হতাহতের খবর জানানো হয়নি।

বিমান হামলায় শহরটির কিছু বাড়ি ও পানি ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে।

ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে, হামাস মাটির নিচে সুড়ঙ্গ (টানেল) নির্মাণ করে সেখানে অস্ত্র তৈরি করছিল। সেসব জায়গা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে রকেট হামলার জবাবে এ বিমান হামলা চালানো হয়েছে বলেও জানায় ইসরায়েল।

Exit mobile version