Site icon Jamuna Television

পরিবেশ বান্ধব ইটভাটা চালু করা হবে: বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

যেসব ইটভাটা কালো ধোয়া দেয় এবং কাট ব্যবহার করে ক্রমান্বয়ে সেসব ইটভাটা বন্ধ করে পরিবেশবান্ধব ব্লক ইটভাটা চালুর কথা বলেছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাহাব উদ্দিন এমপি।

শুক্রবার মৌলভীবাজারে দৈনিক মোৗমাছি কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আজ সন্ধ্যায় মৌলভীবাজার জুলিয়া কমপ্লেক্সে দৈনিক মৌমাছি কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেন।

এর আগে মন্ত্রী মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের সাথে দেখা করে পরিবারের সদস্যের সাথে দেখা করে সমবেদনা জানান। এবং অর্থ সহায়তা প্রদান করেন।

পরে সাইফুর রহমান অডিটোরিয়ামে ৩ দিনব্যাপী মনু বরাক আন্তর্জাতিক নাট্য উৎসবে সমাপনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

Exit mobile version