Site icon Jamuna Television

আল্লাহর নাম নিয়ে বের হয়েছি, কোন বাধাই আটকাতে পারবে না: ইশরাক

কোন বাধা বিপত্তিই আটকাতে পারবে না, ভোটারদের নিরাপদে ভোট দেয়া নিশ্চিত করতে মাঠে থাকবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। শনিবার সকালে, গোপীবাগে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।

ইশরাক বলেন, আমি আজকে আল্লাহর নাম নিয়ে এবং আমার বাবাকে স্মরণ করে বাসা থেকে বের হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তত আছি। আজকে যদি আমাকে হামলার শিকার হতে হয়, আহত হতে হয়, হবো। তবুও ভোটকেট দখলমুক্ত এবং ভোটারদের নিরাপদভাবে ভোট দেয়ার জন্য যা যা করা দরকার তা আমি করব।

কয়েকটি কেন্দ্রে এজেন্টদের ঢুকতে বাধা দেয়ার অভিযোগ পেয়েছেন বলে জানান তিনি। বলেন, কেন্দ্র দখলের পাঁয়তারাও চলছে। তবে যত বাধাই আসুক না শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন বলে জানান ইশরাক। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইসি এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান দক্ষিণে বিএনপি’র এই মেয়র প্রার্থী।

Exit mobile version