Site icon Jamuna Television

জয়ের ব্যাপারে আশাবাদী তাপস

যে কোনো প্রতিযোগিতায়ই হারজিত রয়েছে; তবে নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার ধানমন্ডির কামরুন্নেসা গর্ভনমেন্ট গার্লস হাইস্কুলে ভোট দেন তিনি।

পরে বেরিয়ে এসে সংবাদকর্মীদের তাপস বলেন, ইভিএম একটি সহজ ও আধুনিক পদ্ধতি। প্রথমবারের মতো ইভিএম-এ ভোট দেয়ার কথা জানিয়ে আওয়ামী লীগ প্রার্থী বলেন, প্রচারণার সময় ঢাকাবাসী তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আশা করেন, জনগণ উন্নত ঢাকার পক্ষে রায় দেবে। বিরোধীদের বিভিন্ন অভিযোগের ব্যাপারে শেখ ফজলে নূর তাপস বলেন, নির্বাচনের পরিবেশ বানচালের উদ্দেশ্যেই নানা কথা ছড়ানো হচ্ছে। এসব দাবি সম্পূর্ণ অমূলক বলে মন্তব্য করেন তিনি। ভোটদানের সময় তার সাথে ছিলেন স্ত্রী ও দলীয় অন্যান্য নেতাকর্মীরা।

Exit mobile version