Site icon Jamuna Television

কিছু কেন্দ্রে এজেন্টদের ঢুকতে বাধা দেয়া হচ্ছে: তাবিথ

কিছু কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

আজ শনিবার সকালে গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেন তিনি।

এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাবিথ বলেন, এরইমধ্যে বেশ কিছু অভিযোগ পেয়েছেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। অবশ্য বিএনপি’র মেয়র প্রার্থী বলেন, জনগণের শক্তি নিয়েই দিনব্যাপী সব বাধা মোকাবেলা করা হবে। প্রতিপক্ষ দল ভয় পেয়েছে বলেই বিএনপিকে নানাভাবে বাধা দেয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তাবিথ।

Exit mobile version