Site icon Jamuna Television

হনুমানের লাথিতে মুখ থুবড়ে পড়ে গেল ভারতীয় পুলিশ!

মাঠে মহড়া দিচ্ছিল একদল ভারতীয় পুলিশ। হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্যের ওপর হামলে পড়ে হনুমান। তার সজোরে লাথিতে ভার সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে যান ওই পুলিশকর্মী। খবর এনডিটিভির।

জানা গেছে, আইপিএস পঙ্কজ নৈন এই ভিডিও টুইটারে ছেড়েছেন। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

পঙ্কজ নৈন লিখেছেন, ঠিকভাবে মহড়া না দিলে প্রশিক্ষকের যা করা উচিত, সেটাই ও (হনুমান) করেছে। সঙ্গে স্মাইলি ইমোজিও দিয়েছেন ওই আইপিএস।

ভিডিওতে দেখা গেছে, মহড়ার সময় পেছন থেকে লাফ দিয়ে এসে ওই পুলিশ সদস্যকে লাথি মারে একটি হনুমান। পেছন ফিরে এটা দেখে যারপরনাই বিব্রত হন ওই পুলিশকর্মী।

জানা গেছে, ৩১ জানুয়ারি শেয়ার হয়েছে এই ভিডিও। শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যে, তা ৪ হাজার লাইকও পেয়েছে। শেয়ারও করেছেন অনেকে।

একজন মন্তব্য লিখেছেন, মহড়ার সময় সেই পুলিশকর্মী লাইনের বাইরে ছিলেন। হনুমান লাথি মেরে তাকে ভিতরে ঢুকিয়েছে।

কেউ কেউ লিখেছেন, পুরনো কোনো প্রতিশোধ, লাথি মেরে নিল সেই হনুমান।

Exit mobile version