Site icon Jamuna Television

এজেন্টদের সক্ষমতা থাকতে হবে, কেউ বললেই বেরিয়ে যাওয়া যাবে না: সিইসি

প্রার্থীর এজেন্টদের সক্ষমতা থাকতে হবে; কেউ বললেই বেরিয়ে যাওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সকালে, উত্তরার আইইএস মডেল স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার উপস্থিতি কম তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনে সংঘর্ষ কখনই কাম্য নয়। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এজেন্টদের নিরাপত্তা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

Exit mobile version