Site icon Jamuna Television

অস্ত্রের ছবি তোলায় মোহাম্মদপুরে সাংবাদিককে মারধর

এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা সশস্ত্র অবস্থায় ভোট কেন্দ্রের বাইরে ঘুরছিলো। তার ছবি তুলে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। তার সাথে থাকা ক্র্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজে কর্মরত।

জানা গেছে, জাফরাবাদের এই কেন্দ্রটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোকন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য সাদেক খানের ভাতিজা রাজেশ খান।

আবু সালেহ আকন জানান, কাউন্সিলর প্রার্থী খোকনের সমর্থকরা অস্ত্র নিয়ে ঘুরছিল। সেই ছবি তুলেছিলেন মোস্তাফিজ। এটি দেখামাত্র ওই অস্ত্র দিয়েই তার মাথায় আঘাত করে সন্ত্রাসীরা।

Exit mobile version