Site icon Jamuna Television

ভোট দেয়ার কথা বলে পরে অস্বীকার পটুয়াখালী ছাত্রলীগ নেতার

গণমাধ্যমে ঢাকা সিটিতে ভোট দেয়ার কথা বলে পরে অস্বীকার করেছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ইমন। আজ শনিবার একটি গণমাধ্যমকে তিনি বলেছিলেন, তিনি সিটি নির্বাচনে ভোট দিয়েছিলেন। ইভিএমে ভোট দেয়া সহজ। তরুণরা সচেতন থাকলে কারচুপি হওয়ার সুযোগ নেই। এ সংক্রান্ত একটি ভিডিও তিনি তার ফেসবুকেও পোস্ট করেন। পরে সেটি আবার মুছে ফেলেন।

যোগাযোগ করলে যমুনা নিউজকে তিনি বলেন, ভোট দিছি বলতে কি, আমাদের যে পটুয়াখালীর মেয়র ছিল ওনার সাথে ছিলাম। তখন সাংবাদিকরা প্রশ্ন করেছে ইভিএমে ভোট কেমন তখন উত্তরে ভোট দেয়ার ব্যাপারে মিসটেক হয়ে গেছে কথায়। আমি বলছি যে, ইভিএমে ভোট দেয়া সহজ আছে। আর জিজ্ঞেস করেছে কারচুপি হওয়ার সুযোগ আছে কিনা? তখন বললাম, আমরা তরুণরা সচেতন থাকলে তা হওয়ার সম্ভবনা নেই। ভিডিওটা ডিলিট করে ফেলেছি।


জানা গেছে, ইমন পটুয়াখালীর পৌরসভার ভোটার। তার ভোটার আইডি কার্ডেও সে সাক্ষ্য মেলে। এ বিষয়ে জানতে চাইলে ইমন বলেন, আমরা পটুয়াখালীর মেয়রের সাথে এসেছিলাম।

Exit mobile version