Site icon Jamuna Television

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঢাকা দুই সিটিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল চারটা পর্যন্ত।

ঢাকা মহানগরীর ২ হাজার ৪৬৮ কেন্দ্রে নেয়া হয়েছে ভোট। প্রথমবারের মতো ঢাকার দুই সিটি’তে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নেয়া হয়েছে ভোট। তাই ভোটের উৎসব ও শঙ্কার মধ্যে সাধারণ মানুষের মুখে মুখে প্রধান আলোচনার বিষয় ছিলো ইভিএম। দুই সিটিতে মেয়র প্রার্থী ১৩ জন ও কাউন্সিলর প্রার্থী ৬৭৭ জন। সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী হিসেবে লড়াই করেছেন ১৫৯ জন। মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন।

Exit mobile version